চ্যানেল এবং ডুয়াল ব্যান্ড
আশেপাশে অনেক বেশি WIFI নেটওয়ার্ক থাকলে মাঝে মাঝে চ্যানেল কনফ্লিক্ট হতে পারে। চ্যানেল কনফ্লিক্ট হলে স্লো স্পিড থেকে শুরু করে একদম নেটওয়ার্ক কম দেখানো সহ নানা ইস্যু হতে পারে। এসব থেকে পরিত্রান পেতে চ্যানেল স্ক্যান করে সবচেয়ে ভালো এবং ফ্রি চ্যানেল ব্যবহার করুন। কিংবা ডুয়াল ব্যান্ড এ 5GHZ ব্যবহার করুন।
